আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

২১ কিলোমিটার হেঁটে ভাষা শহীদদের শ্রদ্ধা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২১ ১৯:৪১:২২

মৌলভীবাজার প্রতিনিধি :: আজ ২১ ফেব্রুয়ারী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। ভাষা আন্দোলনের চেতনা প্রতিটি বাঙালি সত্তায়, প্রতিটি বাঙালির রন্ধ্রে রন্ধ্রে।

ভাষা শহীদের স্মরণ করে মৌলভীবাজারে ব্যতিক্রমি আয়োজন করেছে সাইক্লিং সোসাইটি। ২১ কিলোমিটার পথ হেঁটেছেন সাইক্লিষ্টরা।

বৃহস্পতিবার সকাল ৮টায় মৌলভীবাজার সাইক্লিং সোসাইটির সাইক্লিষ্টরা যাত্রা শুরু করে। দীর্ঘ ২১ কিলোমিটার পথ হাঁটেন তারা। এই পথ পারি দিয়ে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার এলাকায় গিয়ে হাঁটা শেষ হয়।

এসময় অংশ নেন মো. ফখরুল ইসলাম, মো: সাইদুর আহমদ সজীব, সিতন বৈদ্ধ জয়, মো. এজাজুল ইসলাম, মো. আরাফাত আহমদ, আলী আকবর ও সপন আহমদ।

তারা জানান- ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে উত্তরাধিকার দিয়ে গেছেন। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি সেদিন মায়ের ভাষার মর্যাদা অর্জন করেছে। আজ ২১ ফেব্রুয়ারী আমরা ২১ কিলোমিটার পথ হেঁটে ভাষা শহীদের স্মরণ করে শ্রদ্ধা জানালাম।

সিলেটভিউ২৪ডটকম/২১ ফেব্রুয়ারি ২০১৯/ওফানা/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন