আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শ্রীমঙ্গলে একদিনে ১৪ জনের করোনা শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৯ ১৬:৪৮:৩৮

শ্রীমঙ্গলে প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক দিনে ১ নারীসহ ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদেরমধ্যে ১২ জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তারা শহরতলীর সুনগইড় (সিন্দুরখান রোড) এলাকায় বসবাস করেন।

ঈদুল ফিতরের পর গত ২০ মে তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে শ্রীমঙ্গলে আসেন।

শুক্রবার রাতে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, চাঁপাইগঞ্জ থেকে আসা করোনা শনাক্ত রোগিদের বাসা লকডাউন করেন এবং তাদেরকে প্রয়োজনীয় ঔষধপত্র দিয়ে বাসা থেকে বের না হবার নির্দেশ প্রদান করেন।

এসময় স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আরজু মিয়া, বাসার মালিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ ফেরত ২৩ জনসহ মোট ৪৮ জনের নমূনা সংগ্রহ করাহয়েছিল গত বৃহস্পতিবার (২৭ মে)। শুক্রবার রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। যা তার মধ্যে ১৪ জন করোনা পজেটিভ। এদেরমধ্যে ১২ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, চাঁপাই নবাবগঞ্জ থেকে আসাকরোনা শনাক্ত রোগিদের ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা সেটা জানতে আমাদেরকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে।



সিলেটভিউ২৪ডটকম/এসআই/এসডি-১২

শেয়ার করুন

আপনার মতামত দিন