আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মাজহারুল, শ্রেষ্ঠ শিক্ষক ঝুটন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৩ ২২:৩৪:৩৩

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম। এছাড়া একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক ঝুটন কান্তি পাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে গত ২১ মার্চ উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানদের নামের তালিকা ঘোষণা করা হয়।

এতে মাধ্যমিক পর্যায়ে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক ঝুটন কান্তি পাল।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাজাহারুল ইসলাম ২০০৩ সালে নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৮ সালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি কুলাউড়া উপজেলার ফরিদপুর গ্রামের মৃত আখলিছুর রহমানের ছেলে।

এদিকে ঝুটন কান্তি পাল ২০০২ সালে সহকারি শিক্ষক (গণিত) হিসেবে নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রামজীবনপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সুবোধ চন্দ্র পালের ছেলে।

এক প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম শনিবার রাতে বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটি ও সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই স্বীকৃতি আমার উৎসাহ বাড়িয়েছে। এবার জেলা পর্যায়ে যাতে শ্রেষ্ঠ হতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি।’
প্রসঙ্গত, গত বছরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল। 

সিলেটভিউ২৪ডটকম/২৩ মার্চ ২০১৯/এজেএল/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন