আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৯ ১১:৩৮:১৫

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে পরিষদ সভাকক্ষে নতুন উপজেলা পরিষদের প্রথম সভার মাধ্যমে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা।

নতুন পরিষদের প্রথম মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এতে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়েদ উল্লাহ খান, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন প্রমুখ।

এরআগে সভাকক্ষে পৌঁছালে নতুন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার মেয়র ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।

প্রসঙ্গত, গত বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

সিলেটভিউ২৪ডটকম/১৯ এপ্রিল ২০১৯/এজেএল/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন