আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৭ ১৬:৫৯:১৯

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে উপজেলা মৎস্য বিভাগ সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষে বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় মৎস্য অধিদপ্তরের হাতে নেওয়া সপ্তাহব্যাপি বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি তুলে ধরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ  বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ১৮ জুলাই বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণ, ১৯ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২০ জুলাই মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, ২১ জুলাই জনবহুলস্থানে মৎস্য বিষয়ক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২২ জুলাই মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিও/প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যয়ন, সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা একেএম মহসিন, মাঠ কর্মকর্তা শামছুল হাসান, অফিস সহকারি মোহাম্মদ এসতেগফার উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ ১৭ জুলাই ২০১৯/ এজেএল/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন