আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন পরিবেশ মন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-২০ ০১:০৯:৩৪

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। নতুন ভবন তৈরির পাশাপাশি দরিদ্র-মেধাবী শিক্ষার্থীরা যাতে ঝরে না যায়, সেজন্য সরকার উপবৃত্তি চালু করেছে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে। দেশের উন্নতি হবে।

মন্ত্রী শুক্রবার সন্ধ্যায় প্রায় ৮৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিছরাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আল ইমরান, উপজেলা নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান পংকী প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২০ জুলাই ২০১৯/এজেএল/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন