আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে সাইফুর রহমান স্টেডিয়াম মাঠে ‘লাল বাহাদুর’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১০ ১৭:৪৩:১৬

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: পবিত্র ঈদুল আযহার আর মাত্র বাকি একদিন। ঈদকে কেন্দ্র করে তাই জমজমাট দেশের প্রতিটি পশুর হাট। সেই সাথে ক্রেতা আকৃষ্ট করতে পশুকে বাহারি নামে পরিচিতি দিচ্ছেন ব্যাপারীরাও।

গরুটির নাম লাল বাহাদুর। ওজন ১৫ মণ। এখন পর্যন্ত লাল বাহাদুরের মূল্য হাকা হয়েছে ১০ লক্ষ টাকা। 

কিন্তু বেশী দামের আশায় গরুটি ছাড়ছেন না মালিক।  মনের মত দাম না পেলে এবছর আর বিক্রি করবেন না। আগামী ঈদে হাটে তুলবেন। তবে আশা করছেন এবার বিক্রির। 

মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়াম মাঠের কোরবানীর পশুর হাটে গরুটি উঠেছে। নিয়ে এসেছেন সদর উপজেলার শাহবন্দর এলাকার শাহেল আহমদ খোকন। তিনি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবেই গরুটিকে লালন পালন করেছেন। ঈদুল আযহাকে সামনে রেখেই এই গরুটি যত্ন সহকারে লালন-পালন করেছেন তিনি।

শাহেল আহমদ খোকন জানান, ঈদকে সামনে রেখে অনেক ক্রেতাই এসেছেন। দেখে দামাদামী করছেন। এটি তার ফার্মের সর্বোচ্চ গরু বলেও জানান তিনি। গরুটির খাদ্যের তালিকায় রয়েছে উন্নত জাতের ঘাস, খৈল, ভুট্টা,  গম, চাউলের গুড়ো ও ভূষি। মাত্র দুই বছরেই তিনি গরুটিকে এই উপযোগী করেছেন।
 
তিনি আরোও বলেন, গরুটির দাম চাচ্ছেন ১৫ লক্ষ তবে এর থেকে কিছু কম দামে হলেও এবারই গরুটি বিক্রির ইচ্ছা তার।
 
বাজারে আসা ক্রেতা শাওন মিয়া বলেন, গরুটি দেখে তিনি মুগ্ধ। দেখতে খুবই সুন্দর। রং লাল। লাল গরুর মাংস অনেক সুস্বাদু হয় বলেও তিনি জানান।

সিলেটভিউ২৪ডটকম/ ১০ আগস্ট ২০১৯/ ওএফএন/এসএইচ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন