আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে তিন দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৬ ১৫:৪৩:৫২

জুড়ী প্রতিনিধি :: ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এই প্রতিপাদ্য নিয়ে জুড়ীতে তিনদিনের ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল ১১টায় জুড়ী শিশু পার্কে মেলার উদ্বোধন করা হয়।

মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ও মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

এমএপিপিও আজিজুল ইসলাম খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, রনজিতা শর্মা, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জসিম উদ্দিন, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

পরে অতিথিরা মেলা পরিদর্শন করেন। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে।



সিলেটভিউ২৪ডটকম/১৬ সেপ্টেম্বর ২০১৯/এমএএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন