আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৩ ১৬:১১:২৫

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পতের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ দিবস পালিত হয়।

উপজেলা সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপাতি নূরুল মোহাইমীরন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মুজিবুর রহমান, প্রণীত রঞ্জন দেবনাথ, শাহিন আহমদ, সাইদুল হাসান প্রমুখ।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকারী কর্মীরাও মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন।

উলেখ্য, শোভাযাত্রা শেষে অগ্নিকান্ডের সময় প্রাথমিক করণীয় বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা মহড়া করে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ অক্টোবর ২০১৯/জেএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন