আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে ফারিয়া'র মানববন্ধন অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৯ ১৭:৪৩:৫৪

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা চৌমুহনী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংঘঠনের কমলগঞ্জ শাখার সভাপতি শাকির হোসেন চৌধুরী জালাল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পদ্মকুমার চন্দ্রের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা ফারিয়ার উপদেষ্টা আজিজুর রহমান, সম্পাদক তাপস দেব, যুগ্ম সম্পাদক আশজাদুর রহমান রতন, প্রচার সম্পাদক মো. জয়নাল আবেদীন, অর্থ
সম্পাদক মনারুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক মো. মোবারক হোসেন, সদস্য নজরুল ইসলাম শিকদার, জুনায়েদ হোসেন, হাফিজুর রহমান শামিম প্রমূখ।

এসময় বক্তারা দাবি করে বলেন, সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান প্রদান করতে হবে।

সিলেটভিউ২৪ডটকম / ১৯ অক্টোবর ২০১৯/ জেএ/ এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন