আজ বুধবার, ০৮ মে ২০২৪ ইং

বড়লেখায় পুষ্টি বিষয়ক সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৪ ১৮:১৩:১২

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: ‘‘খাদ্যের কথা ভাবলে; পুষ্টির কথা ভাবুন’’ এ স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এতে সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমীন আক্তার, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রণয় কুমার দে, বর্ণি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনাম উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ, পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, ইউনিয়ন সমন্বয়কারী তালেব ও শফিউল্লাহ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/১৪ নভেম্বর ২০১৯/এজেএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন