আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৩ ২০:০০:৫৬

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় তিন দিনব্যাপী ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। 

মেলা চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। মেলায় মাধ্যমিক বিদ্যালয়ের ১০টি ও কলেজের ২টি স্টল অংশ নেয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।


এসময় ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/০৩ ডিসেম্বর ২০১৯/লাভলু

শেয়ার করুন

আপনার মতামত দিন