আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় শাহ্ কালার (রহ.) ওরস মাহফিল শুরু ১২ ডিসেম্বর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৪ ১৩:০৪:৩৮



নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে অবস্থিত ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ্ কালা (রহ.) এর পাঁচ দিনব্যাপী ওরস মাহফিল শুরু হচ্ছে ১২ ডিসেম্বর থেকে। এই মাহফিল শেষ হবে ১৬ ডিসেম্বর।

প্রতিবারের ন্যায় এবারও উপজেলার বরমচালের খাদিমাপাড়াস্থ হযরত শাহ্ কালা (রহ.) এর ভক্তকুল ও আশেকানদের অংশগ্রহণে দরগাহ শরীফ সংলগ্ন মরহুম খাদেম সৈয়দ আনোয়ার আলী শাহর বাড়িতে ৫ দিনব্যাপী এ ওরস মাহফিল অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে ওরস অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। মাজারের বর্তমান দায়িত্বপ্রাপ্ত খাদেম পীরজাদা সৈয়দ হাইসাম আলী শাহ্ ওরস মাহফিল সুন্দর ও সফলভাবে সম্পন্নে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা চেয়েছেন।

এবিষয়ে ওরস মাহফিল আয়োজন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জহুর ডেন বলেন, মাহফিল আয়োজনের জন্য ইতোমধ্যে আইনানুগ সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন মাজার সংলগ্ন প্রাঙ্গণে ইবাদত বন্দেগীর জন্য ভক্তকুলের উপযোগী করে ডেকোরেশনের কাজ চলছে।

উল্লেখ্য, প্রতিবছর ১২ থেকে ১৬ ডিসেম্বর হযরত শাহ্ কালা (রহ.) এর ওফাত দিবস উপলক্ষে এই ওরস মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।

সিলেটভিউ২৪ডটকম/৪ডিসেম্বর২০১৯/শাকির

@

শেয়ার করুন

আপনার মতামত দিন