আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে বৈদ্যুতিক খুঁটিতে চাপা পড়ে ১ শ্রমিক নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৫ ১৪:৫২:৫০

প্রতীকী ছবি

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে বৈদ্যুতিক খুঁটিতে চাপা পড়ে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামে ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন লাইন টানার কাজ চলছে। ঘটনার সময় প্রকল্পের কাজে শ্রমিকরা নিয়োজিত ছিল। হঠাৎ করে ট্রলি থেকে একটি খুঁটি ছিটকে পড়লে মো. মোস্তফা (৪৫) নামে এক শ্রমিক খুঁটির নিচে চাপা পড়ে। সংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোস্তফা ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের মৃত আলীম উদ্দিনের পুত্র।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/০৫ ডিসেম্বর ২০১৯/এমএএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন