আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কুলাউড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৫ ১৮:০৯:০২



নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া :: কুলাউড়ায় কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক কাওছারের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম কুলাউড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার (২৪ জানুয়ারী) রাত ৮টার দিকে পৌর শহরের বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলা ছাত্রদলের সভাপতি এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম গিয়াস উদ্দিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাওসার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আরিফুর রহমান আরিফ, সহ-সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাজহারুল ইসলাম মহসীন, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মাজেদুল আলম চৌধুরী শাহান, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, সাবেক আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ভুঁইয়া খোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজু, সিনি. যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু, সিনি. যুগ্ম আহ্বায়ক সিপার আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ রাহিদ আলম নাঈম, সহ সাংগঠনিক সম্পাদক তানজিল খান, সহ সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান, বাছিত আহমদ, আলিফ, সাইফ, শান্ত প্রমুখ।

তৃণমুল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করতে এবং বিভিন্ন শাখা কমিটির কার্যক্রম তদারকি করতে কেন্দ্রের নির্দেশে গত ১৪ জানুয়ারী থেকে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংগঠনিক মতবিনিময় সভা করে আসছেন তারা। দলীয় সূত্র জানায়, সিলেট বিভাগের ছাত্রদলকে দেখভাল করার দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় সংসদের ৪ নেতাকে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট বিভাগ ছাত্রদলকে ঢেলে সাজাতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান আরিফ, সহ-সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিনকে নির্দেশ দিয়েছেন। দায়িত্ব পেয়ে ইতোমধ্যে তারা সুনামগঞ্জ, সিলেট জেলার বিভিন্ন শাখার সাথে মতবিনিময় করেছেন। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলায় মতবিনিময় করে আসছেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভুকশিমইল ইউনিয়ন ছাত্রদল নেতা মিসবাহুর রহমান, সুলতান আহমদ, জয়চন্ডি ইউনিয়ন ছাত্রদল নেতা বদরুল ইসলাম, হাজিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোশাররফ হোসেন মিজু, শরীফপুর ইউনিয়ন ছাত্রদল নেতা কাওছার আহমদ, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল আহাদ, টিলাগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা আনহার আহমদ, কাদিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আমির আরমান চৌধুরী, বরমচাল ইউনিয়ন ছাত্রদল নেতা কামরুল আমিন, রাসেল তালুকদার, নাহিদ মিয়া, সামির আহমদ, আনসারুজ্জামান চৌধুরী, হেলাল আহমদ, জুয়েল মিয়া, নুরুল ইসলাম প্রমুখ।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান জানান, কেন্দ্রীয় নেতাদের কাছে তৃণমূলের নেতাকর্মীরা তাদের অবস্থান তুলে ধরেছেন। এর ভিত্তিতে কেন্দ্রীয় নেতারা সাংগঠনিক রিপোর্ট জমা দেবেন ঢাকায়। 

সিলেটের দায়িত্ব পাওয়া কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাওসার জানান, বিভাগের তৃণমুল নেতাদের কাছে গিয়ে তাদের নানা সমস্যার কথা শুনছি আমরা। রিপোর্ট আকারে এগুলো কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/২৫জানুয়ারী২০২০/এসএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন