আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযোদ্ধা বিজয় ভূষণ দাস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২১ ০০:৫১:৫৩

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের মালিচিরি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা বিজয় ভূষণ দাসের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। 


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব দেওয়া হয়। পরে তাঁর মৃতদেহের সৎকার করা হয়।  

এদিকে  মুক্তিযোদ্ধা বিজয় ভূষণ দাসের মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার ও  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, দাসের বাজার ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান ও সদস্য সচিব শুভাশীস দে শুভ্র প্রমুখ শোক প্রকাশ করেছেন। 

প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা বিজয় ভূষণ দাস (৭৪) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । 
 
সিলেটভিউ২৪ডটকম/ ২১ ফেব্রুয়ারি ২০২০/ লাভলু

শেয়ার করুন

আপনার মতামত দিন