আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৬ ২০:২৩:৪৮

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রতিদিন রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ দিলেও অনেক ব্যবসায়ী তা মানছেন না।

সরকারি এই নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখার অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার ফকির বাজার, দাসের বাজার এবং চান্দগ্রাম বাজারে এই অভিযান চালানো হয়। এসময় দোকানগুলো খোলা পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।


সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০২০/এজেএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন