আজ শনিবার, ১১ মে ২০২৪ ইং

কুলাউড়ায় ঘ‌রে ঘ‌রে গি‌য়ে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩১ ১৩:৪২:৪৫

‌নিজস্ব প্র‌তি‌বেদক, কুলাউড়া :: ক‌রোনাভাইরাসের প্রভা‌বে সারাদেশের মানুষ ঘ‌রে ব‌ন্দি। দিনমজুর, গরীব, অসহায় মানুষগু‌লো আকাশপা‌নে চে‌য়ে আ‌ছে সৃ‌ষ্টিকর্তার দয়ার আশায়। এমন যখন প‌রি‌স্থি‌তি ঠিক তখন প্রবাসী‌দের আ‌র্থিক সহ‌যোগীতায় কুলাউড়ায় গরীব ও অসহায়‌দের ঘ‌রে ঘ‌রে খাদ্য সামগ্রী পৌঁ‌ছে দি‌চ্ছে 'বরমচাল দরিদ্র কল্যাণ সংগঠন'।

মঙ্গলবার (৩১ মার্চ) উপ‌জেলার বরমচাল ইউ‌নিয়‌নে সকাল থে‌কে প্রায় ৩'শত প‌রিবা‌রের মা‌ঝে তারা এ খাদ্য সামগ্রী পৌঁ‌ছে দেয়।

'বাড়িয়ে দাও সহযোগীতার হাত, দারিদ্রতা বিমোচন আমাদের অঙ্গীকার' স্লোগানকে বু‌কে ধারণ ক‌রে সংগঠ‌নের যাত্রা শুরু হয় প্রায় তিন বছর আগে ২০১৭ সা‌লে। প্রবাসী‌দের আর্থিক সহযোগীতায় ক‌রোনা প্র‌তি‌রো‌ধে স‌চেতনতামূলক লিফ‌লেট ও খাদ্য বিতরণ কর্মসূ‌চি পালন হয়।

কর্মসূ‌চি প‌রিচালনাকা‌লে উপ‌স্থিত ছি‌লেন বরমচাল দরিদ্র কল্যাণ সংগঠনের সভাপতি আব্দুল মুহীম শাহী,  সাধারণ সম্পাদক সাইদুল আলম খান রুমন, সদস্য জুনেদ, সাইফুর, রাদি, সানি, সোহান, সাব্বির, জামিল, জাকির, বোরহান, করিম, সাহান, লিমন, মাসুম, নোমান, আফসার, মামুন, সায়েম, সানি, জাকির, মারুফ, হাসান প্রমুখ।

‌সিলেট‌ভিউ২৪ডটকম/৩১মার্চ২০২০/শাআ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন