আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় করোনা রোধে চলছে প্রচারণা, ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০২ ০০:৪২:৩৯

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।  

উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্নস্থানে এসব সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এরই ধারাবিকতায় (০১ এপ্রিল) বুধবার উপজেলা বিভিন্ন বাজারে প্রচার কার্যক্রম চালনো হয়েছে। এসময় সাধারণ মানুষের মধ্যে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাজার বিতরণ করা হয়। 

এদিকে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানের সময় বড়লেখা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২ এপ্রিল ২০২০/লাভলু

শেয়ার করুন

আপনার মতামত দিন