আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় প্রয়োজন ছাড়া ঘোরাফেরা করায় ৫ জনকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৩ ২০:৪৩:৩৮

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা করায় ৫ জনকে  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে বড়লেখা পৌর শহরে প্রশাসন ও সেনাবাহিনী যৌথ অভিযান চলাকালে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন, সিলেট সেনানিবাসের অধীনস্থ সেনা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার জুলফিকার।
জানা গেছে, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করতে  গত বুধবার মানুষকে মাইকিং করে আহবান জানানো হয়েছিল। বড়লেখা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই আহবান জানায়। এরপরও মানুষ নিষেধাজ্ঞা না মেনে কোনো কারণ ছাড়াই হাটবাজারে ঘোরাফেরা করছেন।।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা অর্থণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে। বিনা কারণে বের হওয়ায় ৫ জনকে ১ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সচেতনতামূলক প্রচারণা অব্যাহত আছে। জনসাধারণকে বিনা কারণে বের না হতে অনুরোধ করছি।’

সিলেটভিউ২৪ডটকম/ ৩ এপ্রিল ২০২০/লাভলু/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন