আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাসহ ৩ জন ক‌রোনায় আক্রান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০১ ০০:০১:০৭

‌নিজস্ব প্র‌তি‌বেদক, কুলাউড়া :: কুলাউড়া উপজেলায় নতুন করে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তা, একজন ফা‌র্মেসী‌তে কর্মরত ব্য‌ক্তি ও আরো একজন পুরুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জনে। ত‌বে এরম‌ধ্যে ৮ জন ব্য‌ক্তি সুস্থ্য হ‌য়ে গে‌ছেন ব‌লে জানা গে‌ছে।

রবিবার (৩১ মে) রাতে তথ্যগু‌লো নিশ্চিত করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক।

সূত্রে জানা যায়, গত ২৭ ও ২৮ মে তারা তিনজন করোনা উপসর্গ নিয়ে কুলাউড়া উপজেলা হাসপাতালে আসলে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে করোনা পরীক্ষার পর রবিবার (৩১ মে) রাতে তাঁদের রিপোর্ট পজিটিভ আসে।

তাঁদের ম‌ধ্যে একজ‌নের বাড়ি উপজেলার বরমচাল (বয়স ৩০), আরেকজ‌নের বা‌ড়ি টিলাগাওয়ের বিজলী (বয়স ৩৯) এবং অন্যজনের বা‌ড়ি কাদিপুরের মনসুর (বয়স ৬৪) এলাকায়।

আক্রান্ত‌ তিনজনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

সিলেটভিউ২৪ডটকম/১ জুন ২০২০/এসএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন