আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

লাউয়াছড়ায় ফলজ চারা ও খাদ্য সহায়তা বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৩ ২০:০৮:০৮

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যান সংলগ্ন লেবু বাগানের দরিদ্র ২০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের মাঝে বিভিন্ন জাতের দেশীয় ফলজ গাছের চারা ও নানা জাতের সবজি বীজ বিতরণ করা হয়।

বুধবার (৩ জুন) দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসক  লাউয়াছড়া বন বিশ্রামাগার এলাকায় এসব খাদ্য সহায়তা এবং ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, সিনিয়র সহকারী কমিশনার সুমন চন্দ্র দাশ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাংবাদিক আব্দুল আজিজ, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পত্মী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/৩ জুন ২০২০/জেএ/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন