আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গল মন্দিরে চুরি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-৩০ ২০:২০:০৮

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইছামতি চা বাগানের ভেতরে প্রায় ২০০ বছরের প্রাচীন মঙ্গলচন্ডী মন্দিরে বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গেইটের তালা ভেঙে প্রণামী দানবাক্সের টাকা, তামার বাসনপত্র চুরি করে নেয়।

এর দেড়মাস আগে একবার ওই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। কিন্তু কেন বার বার মন্দিরে চুরির ঘটনা ঘটল তা নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ।

মঙ্গলচন্ডী মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র পাল জানান. আগেও অনেকবার চুরি হইছে। আবারমাস-দেড়মাস আগেও চুরি হইছে। সর্বশেষ মঙ্গলবার দিবাগত রাতে মন্দির তালাবন্ধ করে বাড়িতে যান। বুধবার ভোরে মন্দিরে এলে দেখতে পান কলাবসিবল গেটের তালা ভাঙ্গা। মন্দিরে ভেতরে থাকা দান বাক্স, তামার বাসনপত্র চুরি করে কে-বা কারা নিয়ে গেছে। থানা পুলিশকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, থানা পুলিশকে এর আগে জানানো হয়েছিল তবে কোন কাজ হয়নি বিধায় আর জানাইনি।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক অপারেশন নয়ন কারকুন বলেন, এ ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ পাইনি বা কেউ মৌখিকভাবে জানাননি। তারপরও খোঁজ নিয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/৩০ সেপ্টেম্বর ২০২০/এসআই/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন