আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ইউপি নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে অভিযান ও মোবাইল কোর্ট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-১৮ ০১:০৩:১৬

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে ১৭ অক্টোবর রাতে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ও মির্জাপুর ইউনিয়নে উপ-নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মির্জাপুর ইউনিয়নে পথসভা আয়োজনে আচরণবিধি লংঘন করায় চেয়ারম্যান পদপ্রার্থীকে মোবাইল কোর্টে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

অপরদিকে, ভূণবীর ইউনিয়নে নির্বাচন আচরণবিধি লংঘন করার দায়ে ৫ জন প্রার্থীর ৫ জন এজেন্টকে মোবাইল কোর্টে ২ হাজার টাকা করে সর্বমোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মির্জাপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এবং ভূনবীর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রে অর্ণব মালাকার।

সিলেটভিউ২৪ডটকম/১৮ অক্টোবর ২০২০/এসআই/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন