আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় আলুর লাগাম টানতে অভিযান, জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-১৯ ১২:৩৯:৫০

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রির অভিযোগে ৯ প্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর বাজার ও এর আগের দিন শনিবার রাতে কাঠালতলী বাজারে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

জানা গেছে, সরকার আলুর মূল্য বেধে দিলেও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে উপজেলার বিভিন্ন বাজারে আলু বিক্রি হচ্ছে। প্রশাসন জরিমানা করলেও কমছে না আলুর দাম। রোববার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর বাজারে আলুর বাজার মনিটরিংয়ে নামেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

এসময় অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন শনিবার রাতে তিনি কাঠালতলী বাজারে অভিযান চালান। এসময় অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সিলেটভিউ২৪ডটকম/১৯ অক্টোবর ২০২০/এজেএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন