আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২২ ০০:৩৮:৪০

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় ৬টি প্রাথমকি বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছয়জন শিক্ষার্থীকে অ্যাসিস্টিভ ডিভাইস দেওয়া হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে এগুলো প্রদান করা হয়। 


এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা। মোহাম্মদনগর সরকারি প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মঞ্জু লাল দে, বদর উদ্দিন, অঞ্জনা রানী দে, বদরুল হোসেন, মীর মুহিবুর রহমান, আতাউর রহমান, সহকারী শিক্ষক মনির উদ্দিন, মো. বদরুল ইসলাম প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/২২ অক্টোবর, ২০২০ /লাভলু

শেয়ার করুন

আপনার মতামত দিন