আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২২ ২০:০৭:১০

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় ১৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা চৌমুহনী ও ভানুগাছ বাজার এ জরিমানা করা হয়েছে।

জানা যায়, নির্বাহী অফিসার আশেকুল হক ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর নেতৃত্বে মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক না থাকায় ১৭টি মামলা দিয়ে ৫ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়।

ইউএনও আশেকুল হক জানান, মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৭ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৫ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও জানান, সরকারের স্বাস্থ্যবিধি মানতে জনগনকে সচেতন করার পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। শুধু জরিমানা নয়, মানুষজনকে সচেতন করতে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/২২ নভেম্বর ২০২০/জেএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন