আজ শনিবার, ১১ মে ২০২৪ ইং

রাজনগরে ৯৮টি ভূমিহীন পরিবারে জমি হস্তান্তর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৩ ১৭:৫৫:১৭

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভূমিহীন ৯৮ পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে নির্মিত এসব ঘর উদ্বোধন করার পরপরই রাজনগরের এসব পরিবারের হাতে জমির কাগজপত্র হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে শনিবার সকালে রাজনগরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন- মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান নুরুল মজিদ সালেক, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস প্রমুখ।

আশ্রয়ন প্রকল্প -২ আওতায় রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৯৮টি ভূমিহীন পরিবার পাচ্ছে মাথাগুজার ঠাই। ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষের এসব ঘর প্রস্তুত।

শনিবার প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এসব ঘরের চাবি ও কাগজ বুঝে পেলো আশ্রয়হীন এসব পরিবার।


সিলেটভিউ২৪ডটকম/এআরএস/এসডি-১৩

শেয়ার করুন

আপনার মতামত দিন