আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নিউ ইয়র্কের স্কুলগুলোতে দ্বিতীয় ভাষা বাংলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২০ ০০:৫৬:০১

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে শিক্ষাদানের ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। আর এটি করা হচ্ছে ‘দ্বৈত ভাষা’ (ডুয়েল ল্যাঙ্গুয়েজ) নামের একটি কর্মসূচির আওতায়। এ কর্মসূচি অনুযায়ী, নিউ ইয়র্ক সিটির স্কুলগুলোতে ইংরেজির পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশের ভাষা অন্তর্ভুক্ত করতে হবে।

নিউ ইয়র্ক সিটির ‘ডিপার্টমেন্ট অব এডুকেশন’ (ডিওই) জানায়, এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সিলেবাসের অর্ধেক থাকবে ইংরেজিতে। বাকি অর্ধেক হতে হবে দক্ষিণ এশিয়ার কোনো একটি ভাষায়। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী, মাতৃভাষা হিসেবে ইংরেজির বাইরে অন্য কোনো ভাষা ব্যবহার করে—এমন অভিবাসী শিক্ষার্থী এবং ইংরেজি মাতৃভাষার শিক্ষার্থীরা এ কর্মসূচিতে শিক্ষাগ্রহণ করতে পারবে।

কর্মসূচির উদ্বোধন হবে আগামী সেপ্টেম্বরের শুরুতে; কুইন্স শহরের ‘লুইস এফ সিমিওনি স্কুল’-এ। সেখানে ইংরেজির পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা অন্তর্ভুক্ত করা হবে।

সব স্কুলে এ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে আছেন দুই আইনপ্রণেতা গ্রেস মেং ও জো ক্রাউলে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তাঁরা জানান, সব স্কুলে এ কর্মসূচি চালুর ব্যাপারে ধারাবাহিকভাবে আহ্বান জানানো হবে।

মেং ও ক্রাউলের এ ক্যাম্পেইন শুরু হয় ২০১৫ সালে। তাঁদের যুক্তি ছিল, এর মধ্য দিয়ে নিউ ইয়র্কে বসবাসকারী দক্ষিণ এশিয়ার শিশুরা ব্যাপক লাভবান হবে। তৎকালীন ‘স্কুল চ্যান্সেলর’ কারমেন ফারিনাকে এক চিঠিতে তাঁরা লেখেন, ‘দ্বৈত ভাষার’ শিক্ষাপদ্ধতিতে চায়নিজ ও জাপানি থেকে শুরু করে হাইতির ভাষা থাকলেও দক্ষিণ এশিয়ার কোনো ভাষা তাতে স্থান পায়নি।

সম্প্রতি দুই আইনপ্রণেতার আহ্বানে সাড়া দেন বর্তমান ‘স্কুল চ্যান্সেলর’ রিচার্ড কারানজা। প্রতিক্রিয়ায় আইনপ্রণেতা মেং এক বিবৃতিতে বলেন, ‘এই উদ্যোগ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি আশীর্বাদ।’ সূত্র : নিউজ ইন্ডিয়া টাইমস।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা