আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নিউইয়র্কে এস কে সিনহার বিচার দাবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৩ ১১:৪৪:২৪

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আজগুবি তথ্যে শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে হাসি-তামাশার অবতারণা করেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য/মতামতের মধ্য দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন এস কে সিনহা। এজন্যে তাকেসহ মদদদাতাদের কাঠগড়ায় তোলার বিকল্প নেই বলে মতপ্রকাশ করেছেন নিউইয়র্কে অনুষ্ঠিত শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ডাইভার্সিটি প্লাজায় শোভাযাত্রাটির আয়োজন করা হয়। এক পর্যায়ে তা এস কে সিনহার কঠোর সমালোচনামূলক সমাবেশে পরিণত হয়। এসময় অনেকের হাতেই ছিল ‘ধর রশি মার টান-তারেক সিনহা হবে খান খান’, ‘সিনহার বই এ ব্রোকেন ড্রিম-পুরোটাই দুর্নীতির ক্রিম’ ইত্যাদি লেখা প্লেকার্ড।

যুক্তরাষ্ট্র শেখ হাসিনা মঞ্চ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ প্রভৃতি সংগঠনের ব্যানারে এ অনুষ্ঠানে সাধারণ প্রবাসীরাও ছিলেন। সভাপতিত্ব করেন কায়কোবাদ খান।

অ্যাডভোকেট শাহ বখতিয়ারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ কর, আব্দুর রহিম বাদশা, কাজী কয়েস, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, হিন্দুল কাদির বাপ্পা, চন্দন দত্ত, আর আমিন, ফারুক আহমেদ, শাহীন আজমল, হেলাল মাহমুদ, জালালউদ্দিন জলিল, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক জামাল হোসেন, যুগ্ম আহবায়ক ইফজাল চৌধুরী প্রমুখ।

বক্তারা এস কে সিনহাকে সর্বকালের সেরা দুর্নীতিবাজ বিচারক হিসেবে অভিহিত করে বলেন, বিএনপি-জামায়াতের প্ররোচনায় জুডিশিয়াল ক্যু করতে চেয়েছিলেন এস কে সিনহা। সেটি ব্যর্থ হবার পর মুচলেকা দিয়ে দেশ ত্যাগ করে পুনরায় জামায়াত-শিবিরের অর্থে নতুন খেলায় মেতে উঠেছেন। এহেন জঘন্য অপতৎরতা রুখে দিতে প্রবাসীরাও ঐক্যবদ্ধ।

জাতিসংঘের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসার প্রাক্কালে জামায়াত-শিবিরের স্বার্থ হাসিল করতে এই গ্রন্থ প্রকাশ করা হয়েছে বিশেষ রাজনৈতিক মতলবে-এমন অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা।

মিসবাহ আহমেদ বলেন, বিশ্ব নেতাদের প্রশংসায় ধন্য হচ্ছেন বাংলাদেশের নেতা শেখ হাসিনা। একইসাথে আন্তর্জাতিক বিভিন্ন সূচকেও যখন বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়নের চিত্র প্রস্ফুটিত হচ্ছে, সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স সত্যিকার অর্থেই কার্যকর রয়েছে, তেমনি সময়ে এস কে সিনহার মত জাতীয় বেঈমানেরা জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী এস কে সিনহার বিচার দাবিতে ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আরেকটি সভা হয়েছে পালকি চায়নিজ সেন্টারে। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আলহাজ্ব মফিজুর রহমান, আব্দুল কাদের মিয়া, মাসুদ হোসেন সিরাজি, আব্দুল হাই জিয়া, নূরল আমিন বাবু, সুব্রত চৌধুরী, আবুল কাশেম প্রমুখ।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা