আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নির্বাচনে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১১ ১৩:৩২:০৯

সিলেটভিউ ডেস্ক:: একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনের তারিখ ১ মাস পিছিয়ে তফসিল ঘোষণা করা দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট নেতারা। রোববার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেন তারা। 

এদিকে, গতকাল কয়েক দফা রুদ্ধদ্বার বৈঠকের পর সংসদ নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট রোববার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শনিবার( ১০ নভেম্বর) বিকেল ৫টার কিছু পরে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির ৯জন সদস্য। এর ঘণ্টাখানেক পর সন্ধ্যা সাড়ে ছয়টায় একই স্থানে বৈঠকে বসেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। সভাপতিত্ব করেন জোটের অন্যতম শরিক দল এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহম্মেদ।

রাত ৮টার দিকে বৈঠক শেষে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, সবার পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত আসতে সময় লাগবে।

অলি বলেন, 'নির্বাচন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমাদের আলোচনা অব্যাহত আছে। নির্বাচনে যাব কী যাব না, সেটা নিয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। খালেদা জিয়াকে মুক্তি দেয়া এখনও মূল বিষয়।'

এরপরে সাড়ে আটটার কিছু পরে গুলশানেই বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি সদস্যরা। উপস্থিত ছিলেন বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতাও। তবে অসুস্থতার কারণে যেতে না পারা ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন তার দল গণফোরামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বেইলি রোডের নিজ বাসভবনে। বৈঠক শেষে ড. কামাল সাংবাদিকদের বলেন, রোববার আনুষ্ঠানিকভাবেই জানাবেন জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত।

সিলেটভিউ ২৪ডটকম/১১ নভেম্ভর ২০১৮/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন