আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

আপিলেও খালেদার মনোনয়নপত্র বাতিল, বিপক্ষে ছিলেন মাহবুব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৮ ১৮:১৮:৪০

জ্যেষ্ঠ প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যাচাইবাছাইকালে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করার পর আপিল করেছিলেন তিনি। তবে আজ শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য দিয়ে তিনটি আসনেই তাঁর মনোনয়নপত্র বাতিল হলো। 

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণ দেখিয়ে খালেদার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির এ রায়ের পর সংসদ নির্বাচনের প্রার্থী হতে খালেদাকে এখন উচ্চ আদালতে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।

ইসি শুনানিতে আজ খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ হিসেবে ঘোষণার পক্ষে ছিলেন নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ তিন কমিশনার। তবে এর বিপক্ষে ছিলেন আরেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
তবে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। 

সিলেটভিউ২৪ডটকম/৮ ডিসেম্বর ২০১৮/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন