আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ইং
জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা থানার মোগলাবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোগলাবাজার থানার আওতাধীন আলমপুর গংগারাসের চকবাজার গাঁও দুদু মিয়ার বাড়িতে আজ রবিবার বেলা দেড়টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুদু মিয়ার বাড়ির নিজ ঘরে রবিবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে বিকট শব্দ অনুভূত হয় এবং আগুণ লেগে যায়।এতে ঘরের বেশ কিছু ফার্নিচার ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানায় পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/জুনেদ-০১