আজ শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ ইং

জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে ড্যাব সিলেটের খাবার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-৩০ ১৮:০৭:৫৬

সিলেট :: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম)’র ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার উদ্যোগে গরীব মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার সিলেট নগরীর চারটি পয়েন্টে খাবার বিতরণ করা হয়।

নগরীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

ড্যাব সিলেট জেলার সভাপতি ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে ও ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. মো. শাকিলুর রহমানের পরিচালনা উপস্থিত ছিলেন- ড্যাব সিলেট জেলার যুগ্ম সম্পাদক ডা. ফাহমিদুর রহমান, ড্যাব সিলেট জেলার দপ্তর সম্পাদক ডা. রুসলান ইসলাম, ড্যাব সিলেট জেলার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ডা. সৈয়দ হাফিজুর রহমান, ড্যাব সিলেট জেলার সহ-দপ্তর সম্পাদক ডা. আফজাল হোসেন, ড্যাব সিলেট জেলার সদস্য ডা. মেহেদী হাসান অনিক, সিলেট মহানগর ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদুল ইসলাম মুবিন।



সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬

শেয়ার করুন

আপনার মতামত দিন