আজ শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ ইং

মালয়েশিয়া ফেরার অনুমতি পাচ্ছেন না ছুটিতে থাকা প্রবাসীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-০৫ ১৩:৩৯:০৭

শাহাদাত হোসেন, মালয়েশিয়া :: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়া থেকে ছুটিতে থাকা বাংলাদেশসহ এমন ২৩টি দেশের শ্রমিকদের এখনই মালয়েশিয়ায় ফেরার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি।

বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিবাসন বিভাগ থেকে অনুমিত না মিললে কেউই মালয়েশিয়ায় ফিরতে পারবেন না।

এ ব্যাপারে মন্ত্রী বলেন, সীমান্ত বন্ধ থাকায় এখন মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের প্রবেশের অনুমতি নেই এবং সরকার পরিবর্তন করেনি।

ইমিগ্রেশনের অনুমোদন ছাড়া কোনো অভিবাসী শ্রমিক প্রবেশ করতে পারবেনা বলে স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী।

এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের হাইকমিশন কথা বলতে চাইলে স্বাগত জানানো হবে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ইসমাইল সাবরি।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে শুরু থেকেই কঠোর অবস্থানে মালয়েশিয়া দীর্ঘ এ সময় জুড়ে সীমান্তেও কঠোর বিধি নিষেধ জারি করেছে দেশটি, শুরু থেকে অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতীয় ঢেউ এসে আক্রান্ত সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি হচ্ছে।  বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অধিবাসীরা ছুটিতে গিয়ে আটকে পড়েন এদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশি রয়েছেন দফায় দফায় লকডাউন বৃদ্ধি করার ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েন এসব বাংলাদেশী শ্রমিকরা সম্প্রতি মালয়েশিয়ায় ফেরার জন্য ঢাকায় বিক্ষোভ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আশ্বাস দিয়েছেন এর একদিন পর এই সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব আবারো অনিশ্চয়তার মধ্যে পরলো প্রবাসীদের দেশটিতে ফেরা।


সিলেটভিউ২৪ডটকম/০৫ নভেম্বর ২০২০/এসএইচ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মালয়েশিয়া খবর

  •   মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৬৯ অভিবাসি আটক
  •   মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  •   প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার দাবি মালয়েশিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের
  •   মালয়েশিয়ায় বৈধ-অবৈধ সকল অভিবাসীদের ফ্রি টিকা প্রদানের ঘোষণা
  •   দেশে ফেরার পথে কুয়ালালামপুর এয়ারপোর্ট করোনা আক্রান্ত দুই বাংলাদেশি আটক
  •   ফের লকডাউন কুয়ালালামপুর
  •   মালয়েশিয়ার 'এমএম গ্রুপ অফ কোম্পানি'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে
  •   মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত
  •   মালয়েশিয়ায় শর্তসাপেক্ষে জুমার নামাজ আদায়ের অনুমতি
  •   চিকিৎসা চমকে মালয়েশিয়ায় কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা