আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ইং
রেজওয়ান আহমদ সুজন, ওমান :: মরুর দেশ ওমানে গ্রীস্মের শুরুতে প্রচণ্ড গরমে নির্মাণ শ্রমিকদের জন্য প্রতিবছরের মতো এবারও নির্দেশনা জারি করেছেন দেশটির শ্রম মন্ত্রণালয়।
ওমানের নিউজ এজেন্সি গুলোর বরাত দিয়ে শ্রম মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে জানানো হয়, নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ১ জুন থেকে ৩১ই আগস্ট প্রতিদিন দুপুর ১২:৪০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত শ্রমিকদের প্রচণ্ড গরমে রোদের মধ্যে বাহিরে কাজ বন্ধ রাখতে হবে।
দেশটির সংবিধানের ২৮৬/২০০৮ অনুচ্ছেদ অনুযায়ী ওমানের বহিরাগত কর্মীদের গ্রীষ্মের মাসগুলিতে উচ্চ তাপমাত্রায় কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। এসময় কেউ আইন অমান্য করলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন দেশটির শ্রম মন্ত্রণালয়।
সিলেটভিউ২৪ডটকম/আরএএস/এসডি-৫