আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নাজিম উদ্দিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৬ ২১:৪৭:৪৬

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মুহাম্মদ নাজিম উদ্দিন উপজেলার মধ্যে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা পদক (প্রাথমিক বিদ্যালয়) উপজেলা পর্বের বাছাই উপলক্ষে গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় তাঁর নাম ঘোষণা করে।

মুহাম্মদ নাজিম উদ্দিন ২০০৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে প্রবেশ করেন। এরপর  পর্যায়ক্রমে তিনি সুফিনগর, সুজাউল, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন।

নাজিম উদ্দিন বড়লেখা পৌরসভাধীন গাজিটেকা গ্রামের মরহুম কুটুচান্দ মিয়া ও খয়রুন নেছার প্রথম ছেলে। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি, খেলাধুলা, রক্তদান ও স্কাউটিংয়ের সাথে সম্পৃক্ত রয়েছেন।

আগামী ১৯ সেপ্টেম্বর জেলা পর্যায়ের শ্রেষ্ঠত্বে তিনি অংশ নেবেন।

এদিকে নাজিম উদ্দিন প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সিলেটভিউ/১৬ সেপ্টেম্বর ২০১৮/এজেএল/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন