আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় হজ প্রশিক্ষণ কর্মশালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৩ ২০:৫৪:৩১

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় রহমানিয়া হজ কাফেলা বড়লেখা শাখার উদ্বোধন উপলক্ষে হজ প্রশিক্ষল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জানুয়ারি) রহমানিয়া ওভারসিজ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন রহমানিয়া ওভারসিজের স্বত্তাধীকারী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল আলীম। এতে মো. আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ্’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী।

অন্যদের মাঝে বক্তব্য দেন তুরুখখলির পীর মাওলানা আব্দুল হাদী, উপজেলা আল-ইসলাহ্ জ্যেষ্ঠ সহসভাপতি কে.এম সালেহ আহমদ কবির, সাবেক সভাপতি মাওলানা হোসাইন আহমদ জালালী, জেলা আল-ইসলাহ্র সমাজকল্যাণ সম্পাদক শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন, বিবাহ রেজিষ্টার মাওলানা আব্দুল মুক্তাদির, উপজেলা তালামীয সভাপতি মুসলিম হোসাইন, সম্পাদক রুহুল আমিন রুহেল ও ওমরাহ যাত্রী আব্দুল বাছিত প্রমুখ।

আলোচনা সভা শেষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে হজ ও ওমরাহ্ পালনের সচিত্র প্রতিবেদন দেখানো হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০১৯/এজেএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন