আজ বুধবার, ০৮ মে ২০২৪ ইং

মৌলভীবাজারে মাদক নিরাময় কেন্দ্রে যুবক হত্যার ঘটনায় গ্রেফতার ২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৪ ১৯:২৫:৫৫

মৌলভীবাজার প্রতিনিধি :: বৃটিশ নাগরিক জালাল উদ্দিন (৩৭)-কে মৌলভীবাজারের উদ্দীপন মাদক নিরাময় কেন্দ্রে পিটিয়ে হত্যার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ওই মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামের লুৎফুর রহমান খানের পুত্র সুহেল মিয়া (৩৬) ও শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের কৃপেশ দেব এর পুত্র নয়ন দেব (২৮)। তারা উভয়েই মামলার এজাহারভূক্ত আসামী।

মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ জানান, শুক্র ও শনিবার রাতে মৌলভীবাজার থানার এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বাকীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের জালাল উদ্দিন মাদকাসক্ত থাকায় চিকিৎসার জন্য গত ২৯ডিসেম্বর দুপুরে ওই প্রতিষ্ঠানের পরিচালক রিপন আহমদ ও সুহেল জালালের বাড়িতে এসে তাকে নিয়ে যান ও ভর্তি করেন। গত ৬ জানুয়ারী সন্ধ্যয় পরিচালক রিপনের নাম্বার থেকে জানানো হয় জালাল মারা গেছে।

পরে মৌলভীবাজার এসে উদ্দিপন মাদক নিরাময় কেন্দ্রের সামনে একটি এ্যাম্বুলেন্সের ভেতর জালালের মৃত দেহ দেখতে পান। এ সময় নিরাময় কেন্দ্রের কাউকে খুজে পাওয়া যায়নি। নিহত জালালের শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ পাওয়া যায়। এ ঘটনায় নিহত জালালের স্ত্রী রুমিতা বেগম বাদী হয়ে মৌলভীবাজার থানায় ৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৪ জানুয়ারি ২০১৯/ওফানা/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন