আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

তীব্র তাপদাহের পর অবশেষে বৃষ্টিতে ভিজলো কুলাউড়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৪ ২২:১১:০৫

শাকির আহমদ, কুলাউড়া :: তীব্র তাপদাহ থেকে মুক্তি দিয়ে অবশেষে কুলাউড়াসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় নামলো স্বস্তির বৃষ্টি। খরতাপে দগ্ধ শহর ও গ্রামীন জীবনে এক পশলা বৃষ্টি ও মৃদু হাওয়ায় স্বস্তি মিলেছে কুলাউড়াবাসীর।


২৪ মে সোমবার বিকাল ৫টার দিকে মৃদু হাওয়া ও হালকা বৃষ্টির ছোঁয়ায় মানুষের মাঝে কিছুটা স্বস্তি আনলেও বৃষ্টি না হওয়ায় হতাশ থাকেন অনেকে। তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে রাত ৯টায় মাত্র ১৫মিনিটের এক পশলা বৃষ্টিতে ভিজিয়ে গেলো কুলাউড়া শহরকে। সাথে ছিলো মৃদু হাওয়া। ইতিমধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টির ছবি পোস্ট করতে দেখা গেছে অনেককে। 

এই বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তেই মেতে ওঠেন শহরবাসী। তবে শুধু কুলাউড়া নয় মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় এই বৃষ্টিপাত হওয়ার খবর পাওয়া গেছে।

এ বছর বৈশাখের শুরুটা বৃষ্টিহীন যাচ্ছিল। গত মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে তৃতীয় তাপপ্রবাহ বইছে। গত ২০ মে থেকে টানা পঞ্চম দিনের তাপদাহে জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে। এ অবস্থায় এক পশলা বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর কুলাউড়ার আবহাওয়া শীতল হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২৪মে২০২১/শাকির

@

শেয়ার করুন

আপনার মতামত দিন