আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জুড়ীতে দুই ফার্মেসীকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৬ ০১:১৯:৫৭

জুড়ী প্রতিনিধি  :: মৌলভীবাজারের জুড়ীতে অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসীকে পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজারের কয়েকটি ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, ওষুধ আইন পরিপালন নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান চলা কালে দু’টি ফার্মেসীকে অননুমোদিত ওষুধ বিক্রির অপরাধে ড্রাগ অ্যাক্ট ১৯৪০-এর ১৮(এ), ১৮(বি)’র ২৭ ধারায় পনের হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মৌলভীবাজারের ড্রাগ সুপার ও জুড়ী থানা পুলিশ অভিযান কালে সহযোগিতা করে। এ বিষয়ে দু’টি মামলা (৮৪/২০২১ ও ৮৫/২০২১) হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ এমএএল/ শাদিআচৌ-০

শেয়ার করুন

আপনার মতামত দিন