আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মালয়েশিয়ায় যুব এশিয়া কাপ টুর্ণামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১২ ১৬:২৭:৪১

শাহাদাত হোসেন, মালয়েশিয়া থেকে :: মালয়েশিয়ায় যুব এশিয়া কাপের টুর্ণামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়।

সকাল থেকে বৃষ্টি বিঘ্নিত কারণে মালয়েশিয়ার সময় সকাল নয়টায়  খেলা শুরু হওয়ার কথা  দুই ঘণ্টা বিলম্বে ১১টায়শুরু হয় নির্ধারিত ৫০ওভার সাত ওভার কমিয়ে ৪৩ ওভারে শুরু হয়। ৪০ ওভারে কালে দ্বিতীয় দফায় বৃষ্টি হলে ম্যাচ নেমে আসে চল্লিশ ওভার ১ বলে ম্যাচে ৪০.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০রান সংগ্রহ করে নেপাল।বাংলাদেশের সামনে তখন জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০ ওভারে ১৮১ রান। সেই রান তাড়া করতে নেমে ৩৯.৫ ওভারে ৮ উইকেটে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

নেপালের যুবারা প্রথমে ব্যাট করতে নেমে বিহিম শারকির ৪৪, রোহিত কুমারের ৪০ ও আসিফ শেখের ৩০ রানে ভর করে ৪০.১ ওভারে ১৬৭ রান সংগ্রহ করে। এরপর বৃষ্টিতে আর খেলা হয়নি। তাই নেপালের করা ১৮০রান বৃষ্টি আইনে হয়ে যায় ১৮০ রান! তাও আবার ৩৯.০৫ওভারে জয় পায় বাংলাদেশ। নাঈম  হাসান নেন  ৩ উইকেটে , নাইম শেখ ব্যাট হাতে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন আফিফ হোসেন ধ্রুব। ২৪ রান করেন পিনাক ঘোষ। ২৩টি রান আসে মাহিদুল ইসলাম অঙ্কন।

যুব এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নেপাল ও স্বাগতিক মালয়েশিয়া। সোমবার বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে। আর ১৪ নভেম্বর শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তেত্রিশ রান ও এক উইকেট নিয়ে

আফিফ হোসেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন।

সিলেটভিউ২৪ডটকম/ ১২ নভেম্বর ২০১৭/ এসএইচ/ এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা