আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

মালয়েশিয়ায় হাইকমিশনারের ওপেন হাউজ ডে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-০৪ ১০:৫৫:১৫

শাহাদাত হোসেন, মালয়েশিয়া থেকে :: মালয়েশিয়ায় হাইকমিশনার মুহ. শহীদুল ইসলামের বাসভবনে প্রবাসীদের নিয়ে ঈদুল আজহার দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া ওপেন হাউজডে চলে রাত ৯টা  পর্যন্ত।

এতে রাজনীতিক, সাংবাদিক, সুশীল সমাজ ও প্রবাসীরা জড়ো হন।  আগত অতিথিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং সবার খোঁজ খবর নেন হাইকমিশনার ও তার সহধর্মিনী শাহনাজ ইসলাম। প্রবাসীরা নিজেদের সুখ-দুঃখের কথা হাইকমিশনারের সঙ্গে ভাগাভাগি করেন।

ওপেন হাউজডেতে কোরবানির মাংস, মোরগ রোস্ট, বিরিয়ানি, সেমাই, ফিরনি, হালুয়াসহ বিভিন্ন বাঙালি খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ণ করান হাইকমিশনার।

হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম বলেন,  ঈদের আনন্দ ভাগ করতে মূলত এ আয়োজন। প্রবাসী সবাইকে একসাথে পেয়ে অনেক ভালো লাগছে। আপনাদের উপস্থিতিতে আমি অত্যন্ত খুশি হয়েছি। প্রবাসীদের নিয়েই আমার কাজ। দূতাবাস সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়।

ওপেন হাউজডেতে উপস্থিত ছিলেন- ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, ডিফেন্স উইং এয়ার কমডোর হুমায়ূন কবির, মিনিষ্টার পলিটিক্যাল মো. রইছ হাসান সারোয়ার, ফার্স্ট সেক্রেটারি এসকে শাহীন, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো: হেদায়েতুল ইসলাম মন্ডল, ২য় সচিব শ্রম মো: ফরিদ আহমদ, পার্সপোর্ট ও ভিসা শাখার প্রধান সচিব মো মশিউর রহমান তালুকদার,

এ ছাড়া মালয়েশিয়া আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, বিভিন্ন কমিউনিটি সংগঠন ও দূতাবাসের সকল শ্রেণির কর্মকর্তাসহ আড়াই শতাধিক প্রবাসী ওপেন হাউজডেতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা