আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ভারতীয় সেই জ্যোতিষীকে নিয়ে উদ্বেগে পাকিস্তান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-০৭ ০০:৫৭:১৪

পাকিস্তানে জঙ্গি হামলা নিয়ে জ্যোতিষী যা বলছেন তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তাই পাকিস্তানের সন্দেহ, সেই জ্যোতিষীর সঙ্গে ভারতীয় গোয়েন্দাদের যোগসাজশ রয়েছে। একধাপ এগিয়ে নিজেদের দেশে জঙ্গি হামলার পিছনে ভারতকেই দায়ী করছে পাকিস্তান। 

১৩ অক্টোবর অনিরুদ্ধ কুমার মিশ্র যিনি নিজেকে জ্যোতিষী বলে পরিচয় দিয়েছেন, তিনি তার টুইটে লেখেন, ‘‌নভেম্বরের মধ্যে পাকিস্তানে জঙ্গি হামলা হবে। ’‌ এরপর নভেম্বরের শেষ শুক্রবারে সেখানে জঙ্গি হামলা হয়। 

এরপরে আবার অনিরুদ্ধে পোস্ট করেন যে, ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানে আরও পাঁচটি হামলা হবে। ইতিমধ্যে এক ডিসেম্বর পেশোয়ারে বোর্খা পরে একটি কৃষি প্রশিক্ষণ শিবিরে হামলা চালায় এক জঙ্গি। তাতে ১৩ জনের মৃত্যু হয়। আহত ৩০ ছাড়িয়েছে। এরপর সেই জ্যোতিষী আবার টুইট করে জানিয়েছেন, তিনি আগেই জঙ্গি হামলার পূর্বাভাস দিয়েছিলেন।

এরপরেই সেই জ্যোতিষীর পরিচয় খোঁজা শুরু হয়েছে। পাকিস্তান সংসদের উচ্চকক্ষ সেনেটের একদল সাংসদ সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রালয়কে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছে। তাদের কথায়, ‘‌একজন ভারতীয়’‌ কী করে জঙ্গি হামলার খবর আগে থেকে বলে দিচ্ছেন?‌

পাকিস্তানের সেনেটর এ রেহমান মালিক বলেছেন, পাকিস্তানে সন্ত্রাসের জন্য ভারত এখন আফগানিস্তানকে ব্যবহার করছে।

শেয়ার করুন

আপনার মতামত দিন