আজ মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ইং

বিয়ের অনুষ্ঠানে কনের মৃত্যু, হবু শ্যালিকাকে জীবনসঙ্গী করলেন যুবক!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-৩০ ১১:৫৭:৩৩

সিলেটভিউ ডেস্ক :: বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। কিছুক্ষণ পরেই মালাবদল হবে। ঠিক তখনই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কনে। এরপর মৃত্যুর কোলে ঢোলে পড়েন। কনের মৃত্যুর পরে তার বোন অর্থাৎ হবু শ্যালিকাকে বিয়ে করলেন যুবক।

গত বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের এটাওয়াতে ঘটনাটি ঘটেছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, সমসপুর গ্রামের সুরভীর সঙ্গে বিয়ে হচ্ছিল নাওলি গ্রামের মঙ্গেশ কুমারের। কিন্তু মালাবদলের আগেই অসুস্থ হয়ে পড়েন সুরভী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে সুরভীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সুরভীর মৃত্যুতে মুহূর্তের মধ্যে আনন্দের অনুষ্ঠান পরিণত হয় বিষাদে। এক পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে মঙ্গেশ প্রস্তাব দেন, সেই দিনই সুরভীর বোন নিশাকে তিনি বিয়ে করতে চান। পাত্রীপক্ষও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।

এরপর দুই পরিবার বসে নিশার সঙ্গে মঙ্গেশের বিয়ে দেয়। কনে বিদায়ের পরে সুরভীর শেষকৃত্য করে পরিবার।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিাআচৌ-১৪

শেয়ার করুন

আপনার মতামত দিন