আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কেন ভারতে না গিয়ে দেশে ফিরে গেলেন সৌদি যুবরাজ?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২০ ০০:৫১:৫৪

সোমবার রাতেই পাকিস্তান থেকে সরাসরি ভারতে যাওয়ার কথা ছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। কিন্তু তিনি ভারতে না গিয়ে সৌদি আরবে ফিরে গিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনোমিক টাইমস। ভারত চায়নি পাকিস্তান থেকে সরাসরি দিল্লি আসুক সৌদি যুবরাজ। ভারতের ওই আপত্তির কারণেই সৌদি যুবরাজ দেশে ফিরে গিয়ে তারপর ভারতে আসবেন।

ইকোনোমিক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একসঙ্গে দুই দেশ সফরের পরিবর্তে দেশে ফিরে গেছেন। কিছু খবরে বলা হয়েছে, তিনি ভারতে আসার আগে আবুধাবি সফরে যাবেন। সোমবার সন্ধ্যায় তিনি পাকিস্তান ত্যাগ করেন।

যুবরাজের ভারত সফর নিয়ে অবগত সূত্রগুলো বলছে, যুবরাজ মোহাম্মদ কাশ্মীর ও সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অবস্থানকে সমর্থন করেন বলে তাদের বিশ্বাস। একইসঙ্গে পুলাওয়ামায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জৈইশ-ই-মুহাম্মদের হামলার ব্যাপারে ভারতের স্পর্শকাতরতার বিষয়টি মাথায় আছে তার।

তারা মনে করছেন, ভারতের সঙ্গে সৌদির যে সম্পর্ক যুবরাজের পাকিস্তান সফরের কারণে তাতে বিন্দুমাত্র ভাটা পড়েনি।

এর আগে শনিবার নির্ধারিত সময়ের পরিবর্তে একদিন পিছিয়ে রবিবার পাকিস্তান সফরে যান সৌদি যুবরাজ। ওই সফরে পাকিস্তানে দুই হাজার কোটি ডলার বিনিয়োগে চুক্তি করেন সৌদি যুবরাজ।

এছাড়া সৌদি আরবে বন্দি থাকা দুই হাজার ১০৭ পাকিস্তানি কারাবন্দিকেও ছেড়ে দেয়ার ঘোষণা দেন সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামলানো যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

উল্লেখ্য, সৌদি যুবরাজ তার ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত সফর শেষে তিনি চীন যাবেন বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

আপনার মতামত দিন