আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

লোকসভা নির্বাচনে লড়বেন না প্রিয়াঙ্কা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৪ ১৩:১৬:০৬

 ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাধারণ সম্পাদক ও দলটির সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ভোটের মাঠে দলীয় প্রচারে মনযোগ দেবেন তিনি। ভাই রাহুল গান্ধীর পাশে থেকে দলকে জেতাতে ভূমিকা রাখবেন।

বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ভোটের প্রচারে মনোযোগী হতে এবং দলের নতুন সাধারণ সম্পাদক হিসেবে নিজের দায়িত্ব বুঝে নিতে তিনি এবারের নির্বাচনে অংশ নেবেন না।

সূত্র বলছে, তিনি ভোটের প্রচারে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং তার মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুলকে সাহায্য করবেন। একই সঙ্গে তিনি কংগ্রেসের অন্যান্য প্রার্থীকেও সাহায্য করবেন।

উত্তরপ্রদেশের রায়েবারেলি ও আমেথি সংসদীয় আসন দুটি গান্ধী পরিবারের দুর্গ। আমেথি থেকে রাহুল ও রায়েবারেলি থেকে সোনিয়া গতবার নির্বাচন করেছিলেন। আগে গুঞ্জন ছিল, মায়ের আসন থেকেই লড়বেন প্রিয়াঙ্কা।

ইতোমধ্যে লোকসভার ৫৪৩টি আসনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী মাস থেকে ভারতে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হয়ে সাত দফার ভোটগ্রহণ শেষ হবে ১৯ মে। ভোটগণনা করে ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে।
সিলেটভিউ ২৪ডটকম/১৪ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ যুগান্তর

শেয়ার করুন

আপনার মতামত দিন