আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

নেদারল্যান্ডসে ট্রামে সন্দেহভাজন হামলাকারী গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৯ ১৩:৪৬:৫৪

নেদারল্যান্ডসে যাত্রীবাহী ট্রামের ভেতর গুলি করে তিনজনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তুরস্কের নাগরিক গোকমান তানিসকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার বেলা পৌনে ১১টার দিকে দেশটির ইউট্রেখট শহরের ২৪ ওকটোবরপ্লেইন জংশনে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

হামলার কয়েক ঘণ্টা পরই ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরের একটি বাড়ি থেকে তানিসকে পাওয়া যায়।

ওই বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিনজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন নয়জন। আহত ব্যক্তিদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারী নির্বিচারে গুলি শুরু করেন। এক নারী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেন, ট্রামের পেছনে এক নারীকে পড়ে থাকতে দেখেন তিনি। লোকজন গাড়ি থেকে নেমে দৌড়ে এসে ওই নারীকে তোলার চেষ্টা করেন।

ওই প্রত্যক্ষদর্শী জানান, তিনি যখন পড়ে থাকা নারীকে টেনে তুলতে সহায়তা করছিলেন, তখন দেখতে পান, বন্দুকধারী বন্দুক উঁচিয়ে তাদের দিকে আসছেন। লোকজন চিৎকার করছিল- ‘বন্দুকধারী, বন্দুকধারী’। এটি শুনে তিনি দৌড়ানো শুরু করেন। এর পর বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পরপর আশপাশের স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়। বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়। মসজিদের আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট তার জোটসঙ্গীদের নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। পরে তিনি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, এ হামলায় গভীরভাবে উদ্বিগ্ন, সম্ভবত এটি সন্ত্রাসী হামলা। জড়িত ব্যক্তিদের কাউকে ক্ষমা করা হবে না।
সিলেটভিউ ২৪ডটকম/১৯ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ যুগান্তর

শেয়ার করুন

আপনার মতামত দিন