আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

‘ক্রাইস্টচার্চ হামলার নিন্দায় মুসলিম ও মসজিদের কথা বলেনি ভারত’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২১ ১২:৩৭:৪৩

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ভারতের নিন্দার সমালোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরাইশি।

গত শুক্রবার নিউজিল্যান্ডে জুমার নামাজের সময় আল নুর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলায় অর্ধশত মুসল্লি নিহত হন।

শাহ মেহমুদ কোরাইশি তিন দিনের চীন সফরে রয়েছেন। তিনি বলেন, হামলার নিন্দা জানালেও ভারত মুসলমান ও মসজিদ শব্দ দুটি উচ্চারণ করেনি।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রাইস্টচার্চে উপাসনার জায়গায় ঘৃণ্য সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাকিস্তানের সাংবাদিকদের কোরাইশি বলেন, ঘটনার বিবরণ দিতে এ দুটি শব্দের উচ্চারণের সাহস করেনি ভারত। এই সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্ববাসী দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানিয়েছে।

কোরাইশি বলেন, খোদা না খাস্তা, যদি কোনো হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটে, তবে পাকিস্তান ভারতের পাশে থাকবে।

এদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত অর্ধশত মুসল্লির সবাইকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

পুলিশ কমিশনার মাইক বুশ বলেন, আমি বলতে পারি, কয়েক মিনিট আগে নিহত সবাইকে শনাক্ত করা হয়েছে। কাজেই দাফনের ব্যাপারে তাদের স্বজনদের বলা হয়েছে।

এদিকে শোক-শ্রদ্ধা আর কান্নার থমথমে পরিবেশের মধ্যেই শুরু হয়েছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় নিহতদের দাফন। দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পাঁচ দিন পর বুধবার নিহত স্বজনদের কবরে শুইয়ে দেয় দুঃখভারাক্রান্ত পরিবারগুলো।

সকালে জানাজা শেষে ক্রাইস্টচার্চের কবরস্থান ‘মেমোরিয়াল পার্ক সিমেটারি’তে অন্তত পাঁচজনকে সমাহিত করা হয়। সর্বপ্রথম সমাহিত করা হয় ১৫ বছর বয়সী সিরীয় শরণার্থী কিশোর হামজা মুস্তাফা ও তার বাবা খালেদ মুস্তাফাকে (৪৪)।

এদিকে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে নিউজিল্যান্ড। শ্বেতাঙ্গ বর্ণবাদী সন্ত্রাসকে আন্তর্জাতিক হুমকি অভিহিত করে এর বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরদার্ন।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে আগামীকাল শুক্রবার দুই মিনিটের নীরবতা পালন ও একই দিন দেশটির সরকারি বেতার ও টেলিভিশনে একযোগে জুমার নামাজের আজান সরাসরি সম্প্রচার করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। খবর এএফপি, আলজাজিরা ও রয়টার্সের।

১৫ মার্চ শুক্রবার রীতিমতো ঘোষণা দিয়ে ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলা চালায় উগ্র মুসলিমবিদ্বেষী শ্বেতাঙ্গ সন্ত্রাসী অস্ট্রেলীয় নাগরিক বেনটন টেরেন্ট। এতে নিহত হন ৫০ মুসল্লি। গুরুতর আহত হন আরও ৫০ জন।
সিলেটভিউ ২৪ডটকম/২১ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ যুগান্তর

শেয়ার করুন

আপনার মতামত দিন