আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ১০০, আহত ৩০০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২১ ১২:৫০:১১

শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি পাঁচ তাঁরা হোটেলে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত  হয়েছেন আরও কমপক্ষে ৩০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার সকালে ইস্টার সানডে-এর প্রার্থণা চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর কলম্বো টেলিগ্রাফ, এনডিটিভি ও দ্য ন্যাশনালের।
জানা গেছে, রাজধানী শহর কলম্বোর কচ্চিকাডের সেন্ট অ্যান্থনি গির্জা, নিগাম্বোর সেন্ট সিবাস্তিয়ান গির্জা ও কাটানা শহরের কাটুওয়াপিটিয়ার একটি গির্জায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া রাজধানীর শাংরি লা হোটেল, সিনামন গ্রান্ড ও কিংসবুরি পাঁচ তাঁরা হোটেলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সবগুলো বিস্ফোরণের ঘটনা একই সময়ে ঘটেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, খ্রিস্টধর্মে বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ একটি দিন ইস্টার সানডে। এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।

সিলেটভিউ ২৪ডটকম/২১ এপ্রিল ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ বিডি প্রতিদিন

শেয়ার করুন

আপনার মতামত দিন